মোঃ আবুল কাশেম, নরসিংদী থেকে,
নরসিংদী সদর উপজেলাধীন আলোকবালী ইউনিয়নের আলোকবালী বাজার ব্যবসায়ীদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ফাইনাল খেলার আয়োজন করা হয়। গতকাল(শুক্রবার) আলোকবালী হাইস্কুল মাঠে বেলা তিনটার সময় মহসিন একাদশ এবং রবিউল্লাহ একাদশের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।টসে জিতে মহসিন একাদশ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ১২ ওভারে ১২৭ রান করে। পরবর্তীতে রবিউল্লাহ একাদশ ৬ উইকেট হাতে রেখেই জয়লাভ করে। উক্ত লেখায় ম্যান অফ দা ম্যাচের পুরস্কার পায় রহমত উল্লাহ, ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিন সরকার,সজল মিয়া, সাংবাদিক আবুল কাশেম,শাহালম মিয়া,আল আমিন, তানিম আহমেদ,আমান মেম্বার, আব্দুল জলিল, রমজান মিয়া,কামাল পাশা সহ আলোকবালী বাজারের ব্যবসায়ীবৃন্দ।ধারা বর্ণনায় জাহিদুল ইসলাম আম্পিয়ারের দায়িত্বে ছিলেন মোবারক হোসেন ও উজ্জ্বল দাস।খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।