আবুল কাশেম, নরসিংদী।
অসহায় হতদরিদ্র প্রায় ত্রিশটি পরিবারের পাশে দাঁড়ালেন একটি সামাজিক অরাজনৈতিক সংগঠন আলোকবালী ইউনিয়ন মানব কল্যাণ পরিষদ। আজ (শুক্রবার) আলোকবালী ফুলকলি কিন্ডার গার্ডেনের মাঠে এর উদ্বোধন শুরু করে ইউনিয়নের প্রতিটি গ্রামে এক যোগে ত্রিশটি পরিবারের সদস্যদের মধ্যে একটি করে ছাগল বিতরণ করা হয়। সাকিবুল হক এর সঞ্চালনায় আলোকবালী ইউনিয়ন মানব কল্যাণ পরিষদের সভাপতি কাউছার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ।এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের বিভিন্ন ইউনিটের সদস্যসহ মাইনুল ইসলাম, আতাউর রহমান সানি, হুমায়ূন কবির,কাউসার মিয়া,আমান মেম্বার, আব্দুল আজিজ, আব্দুল জলিল, ফারুক সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় প্রধান অতিথি সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন,আমরা প্রতি বছরের ন্যায় এ বছরেও আমরা স্বাবলম্বী প্রোগ্রাম টি করেছি এভাবে যদি আমরা এর ধারাবাহিকতা রক্ষা করে যেতে পারি তাহলে আগামী দশ বছর পরে আলোকবালী ইউনিয়নে হতদরিদ্রের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। সভাপতি বলেন, আমাদের দেওয়া ছাগল পালন করে আপনারা স্বাবলম্বী হবেন এমনটাই আমরা আশাবাদী,কেউ এই ছাগল বিক্রি না করে প্রতিবছর একটি ছাগল থেকে কয়েকটি ছাগল বানাবেন তাহলেই আমাদের উদ্দেশ্য সফতার মুখ দেখবে।
উল্লেখ্য জনকল্যাণমূলক কাজের মন মানসিকতা নিয়ে একদল যুবক প্রতিষ্ঠা করে আলোকবালী ইউনিয়ন মানব কল্যাণ পরিষদ ।।সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক সংগঠন টি অসহায় মানুষের সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর দীর্ঘ বছরে বিভিন্ন মসজিদ ,মাদ্রাসা ,এতিমখানা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু অনুদান প্রদান করা হয়েছে ।সেবামূলক কর্মকান্ডের জন্য কয়েক বছরের মধ্যে সংগঠনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি খেলাধুলা, শিক্ষা সফর, বিভিন্ন ট্যুরের আয়োজন করা হয়ে থাকে এ সংগঠনের মাধ্যমে।।।