মোঃ আবুল কাশেম,
: নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোক বালি ইউনিয়নের আলোক বালি ফুলকলি একাডেমির নিজস্ব মাঠে সেমিনার ভিত্তিক বার্ষিক ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী উপলক্ষে অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠান ২০২৪ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর একটায় অনুষ্ঠানটি শেষ হয়।
উক্ত অভিভাবক সমাবেশে খোরশেদ আলমের সভাপতিত্বে , সাকিবুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী আব্দুল হাই সরকার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী,আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি তামিম আবু বকর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক হুমায়ুন কবির, দৈনিক স্বাধীন সংবাদের জেলা প্রতিনিধি আবুল কাশেম, স্যটির পাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় এর শিক্ষক শফিকুল ইসলাম, আরিফ চৌধুরী, শাহিন সরকার,হযরত আলী মেম্বার, পারুল মেম্বার, শিউলি মেম্বার, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার মিয়া, কামাল মিয়া, ইব্রাহিম কুরসি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষ পর্বে প্রধান অতিথি জে এন্ড এম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভিত্তি প্রাপ্ত দেরকে নগদ অর্থ সহ এবং সেমিস্টার ভিত্তিক ফলাফলে মেধাবীদের মধ্যে পুরস্কার তুলে দেন।।