মোঃ আবুল কাশেম, নরসিংদী
প্রতিষ্ঠার ৫৪ বছর পর নরসিংদী সদর উপজেলাধীন আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ভোট গ্রহণ সকাল ১০টা থেকে শুরু হয় একটানা বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে। অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় এর পরিচালনা পরিষদের প্রথম নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করে ছাত্র-ছাত্রীদের অভিভাবক।
বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮৩৪ জন হলেও অনেক অভিভাবকের একাধিক সন্তান ওই বিদ্যালয়ের পড়ালেখা করায় মোট ভোটার সংখ্যা ছিল ৭৫৩ জন। তাদের মধ্যে ৪৭৯ জন অভিভাবক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রাপ্ত ভোটের মধ্যে ১০ টি বাতিল ভোট হিসেবে গণ্য হয়। সেই হিসেবে বৈধ ভোটের সংখ্যা ছিল ৪৬৯টি।
নির্বাচনে ৪টি সাধারণ অভিভাবক সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে আমানুল্লাহ সরকার ২৫৪ ভোট, ফজরুল ইসলাম ২২৮ ভোট, মো. মিজান মিয়া ২২৭ ভোট ও শাহিন মিয়া ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল ইসলাম খান। নির্বাচনকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পেরে অভিভাবক ভোটাররা খুশি।
উল্লেখ্য, আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে প্রতিষ্ঠার ৫৪ বছর অতিবাহিত হলেও এলাকাবাসী ও অভিভাবকদের দাবীর মুখে পরিচালনা কমিটির নির্বাচন এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে।