নরসিংদী প্রতিনিধি
তার নাম তামিম আবু বকর, স্পেন প্রবাসী। গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলাধীন আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে।তার পরিবার কে বলা হয় খোদাদিলা গ্রামের রয়েল ফ্যামিলি। দেশের দুর্যোগ মুহূর্তে সবার আগেই জনগণের পাশে থাকতে চেষ্টা করেন তারা,তার বড় ভাই স্পেন প্রবাসী আলামিন মিয়া এলাকায় দানবীর হিসেবে খ্যাত।
দেশের ক্রান্তিলগ্নে যখন কুমিল্লা,ফেনি সহ পূর্বাঞ্চল বন্যায় ভীষণভাবে আক্রান্ত তখন বিভিন্ন সামাজিক সংগঠন যারাই ত্রান নিয়ে ফান্ড কালেকশন করছে তাদেরকেই তিনি তার দানের হাত সম্প্রসারিত করেছেন। এবং ঘোষনা করেছেন তার বন্ধু-বান্ধব পরিবারসহ তার প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবি সংগঠন ফোরাম ,আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘ,খোদাদিলা সমাজ কল্যাণ যুব সংঘ এর পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদী পুরাতন লঞ্চঘাট থেকে ট্রাকে করে ৭ টি স্পিডবোট, ত্রান সামগ্রী নিয়ে খুব অল্প সময়ের মধ্যে রওয়ানা দেন যা নরসিংদী জুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সফর সঙ্গী হিসেবে ছিলেন মশিউর রহমান জাবেদ,শেখ রাসেল মাহমুদ, নাসির উদ্দিন, আহমেদ ইসলাম,রবিউল্লাহ সায়েম, সাকিবুল হাসান দুলাল, সালাউদ্দিন,দিদার সহ আরও অনেকে।
দেশের এই ক্রান্তিলগ্নে নরসিংদী থেকে এ উদ্যোগ সকলকে গর্বিত করে। নরসিংদীবাসী আপনাকে ও এবং আপনার সংগঠন সহ স্বেচ্ছাসেবীদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে।।